হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: ভৈরবের ক্যাম্প কমান্ডারসহ চারজনকে প্রত্যাহার

কিশোরগঞ্জ ও নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে র‍্যাব হেফাজতে গৃহবধূ সুরাইয়া খাতুনের (৫২) মৃত্যুর ঘটনায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের চারজনকে প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম ফয়সালকে প্রত্যাহারের খবর গতকাল রোববারই জানা গেছে। আজ সোমবার আরও তিনজনকে প্রত্যাহার করার কথা জানা গেল। তাঁরা হলেন র‍্যাবের উপসহকারী পরিচালক ইকবাল হোসেন, করপোরাল মহিবুল ইসলাম ও কনস্টেবল মনির হোসেন। 

ক্যাম্পের নতুন কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী। তিনি আজ সকালে দায়িত্ব গ্রহণ করেছেন। 

আজ সন্ধ্যায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের নতুন কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী ক্যাম্প থেকে চারজনকে প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানিয়েছেন, সুরাইয়া খাতুনের পুত্রবধূ রেখা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হাসানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের নান্দাইল থেকে পুত্রবধূ হত্যা মামলার আসামি হিসেবে সুরাইয়া খাতুনকে আটক করে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পে নিয়ে আসে। পরদিন শুক্রবার সকালে তাঁকে মৃত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান র‍্যাব সদস্যরা। আটকের পর নির্যাতনের কারণেই সুরাইয়া খাতুনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছে পরিবার।

তবে র‍্যাবের দাবি, আটকের পর সুরাইয়া হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

সুরাইয়া খাতুন ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বরুনাকান্দা গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা পুত্রবধূ রেখা আক্তারকে হত্যার অভিযোগে সুরাইয়া খাতুন, তাঁর স্বামী আজিজুল ইসলাম এবং ছেলে তাইজুল ইসলাম লিমনকে আসামি করে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২ মে মামলা করেন রেখার মা রমিছা বেগম। 

আদালতের নির্দেশে ১৩ মে নান্দাইল থানায় মামলাটি রেকর্ড করা হয় এবং এসআই নাজমুল হাসানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। 

সুরাইয়ার পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এসআই নাজমুল হাসান মোবাইল ফোন কল করে সুরাইয়া ও তাঁর স্বামী আজিজুলকে থানায় ডেকে নেন। তাঁদের অনেকক্ষণ বসিয়ে রেখে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বিদায় করেন। এর পরপরই র‍্যাব সদস্যরা নান্দাইল থানার ফটক থেকে সুরাইয়া ও তাঁর স্বামীকে আটক করে। পরে আজিজুলকে ছেড়ে দিয়ে সুরাইয়াকে ভৈরব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

র‍্যাব সদস্যরা শুক্রবার সকাল ৭টার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরাইয়া খাতুনকে মৃত অবস্থায় নিয়ে যান বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ। তবে র‍্যাবের দাবি, বুকে ব্যথা উঠলে তাঁদের মহিলা সেন্ট্রিকে সকাল ৬টায় সুরাইয়া বিষয়টি জানান। ১৫ মিনিটের মধ্যে তাঁকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় র‍্যাব।

এদিকে রেখার পরিবারের সদস্যরা জানান, ঢাকার একটি বিস্কুট কারখানায় চাকরি করতেন সুরাইয়ার ছেলে তাইজুল ইসলাম লিমন। একই কারখানায় কাজ করতেন নান্দাইলের ভেলামারী গ্রামের হাসিম উদ্দিনের মেয়ে রেখা আক্তার (২০)। প্রেমের সম্পর্কে দেড় বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাইজুল যৌতুকের জন্য রেখাকে নির্যাতন করে আসছিলেন। গত ২৬ এপ্রিল রাতে অন্তঃসত্ত্বা রেখার ওপর নির্যাতন চালানো হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তখন স্বামী তাইজুল ও শাশুড়ি সুরাইয়া লাশ রেখে পালিয়ে যান। হাসপাতালের কর্মচারীরা শ্বশুর আজিজুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। 

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নিশাত আনজুমান মিতু জানান, পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান, রেখা পথেই মারা গেছেন। হৃদ্‌রোগ বা অন্য কোনো জটিল রোগ ছিল না। ধারণা করা হয়, নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তাঁর গলায় ও পিঠে আঘাতের চিহ্ন ছিল। 

আজ বিকেলে সুরাইয়া খাতুনের বড় মেয়ে লিজা আক্তার বলেন, ‘বৃহস্পতিবার মাকে সুস্থ অবস্থায় রাত ৯টায় থানার সামনে থেকে র‍্যাব আটক করে ভৈরব ক্যাম্পে নিয়ে গেল। কিন্তু রাতেই কীভাবে মারা গেল? র‍্যাব সদস্যরা আমার মাকে হত্যা করেছে। ঘটনার দিন আমার ভাইকে আটক করে কারাগারে পাঠাল। ভাই তাইজুল ইসলাম লাশ দেখতে পারল না! আমরা আমার মায়ের হত্যার কঠোর বিচার দাবি করছি।’

সুরাইয়ার ছোট মেয়ে আফরোজা আক্তারের অভিযোগ করে বলেন, নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান তাঁর মাকে মিথ্যা কথা বলে থানায় ডেকে নেন। সেখানে নিয়ে র‍্যাবের হাতে তুলে দিয়েছেন। র‍্যাবের নির্যাতনে মায়ের মৃত্যু হয়েছে। একদিকে বাবা র‍্যাবের ভয়ে পলাতক, ভাই তাইজুল ইসলাম জেলে, মা কবরে!

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ