হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে প্লাস্টিক গুদামে আগুন, সড়কে যান চলাচল বন্ধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে প্লাস্টিক গুদামে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে একটি প্লাস্টিক গুদামে আগুন লেগেছে। আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন।

এ সময় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে দুই ঘণ্টার অধিক সময় যান চলাচল বন্ধ থাকে। ঘটনার পর টঙ্গী পূর্ব থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আঞ্চলিক সড়ক থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সবশেষ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিন আলম আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে ওই এলাকার সাগর নামক এক ব্যক্তির মালিকানাধীন প্লাস্টিকের গুদামে ধোঁয়ার কুণ্ডলী ও আগুন দেখতে পায় স্থানীয়রা। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুরের টঙ্গীতে প্লাস্টিক গুদামে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

শাহিন আলম আরও বলেন, গুদামটিতে প্লাস্টিকসহ বিভিন্ন পণ্যের পলিথিনের মোড়ক ছিল। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে