হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে ভবন থেকে লাফিয়ে পড়ে কলেজশিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্লবী থানা এলাকার একটি ৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তায়েবাতুন জুঁই (২০) নামের এক কলেজশিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। 

আজ মঙ্গলবার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

পরিবারের বরাতে পুলিশ জানায়, নিহত শিক্ষার্থী তাঁর বয়ফ্রেন্ডকে লুকিয়ে স্বর্ণ দিয়েছিল। বিষয়টি তাঁর বাবা জানতে পেরে মেয়েকে বকাঝকা করে ও চড়-থাপ্পড় দেয়। এ ঘটনায় রাগ করে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে। 

ওসি মুহা. মাহফুজুর রহমান বলেন, ৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে কলেজশিক্ষার্থী তায়েবাতুন জুঁই আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে থানা-পুলিশের টিম পাঠানো হয়। মেয়েটিকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

এ ঘটনায় নিহতের পরিবার আইনগত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘এখনো তার পরিবার ময়নাতদন্ত নিয়ে হাসপাতালে ব্যস্ত আছে। ময়নাতদন্ত সম্পন্নের পর মরদেহ বুঝে পেলে থানায় এসে আইনগত ব্যবস্থা নিলে আমরা সহযোগিতা করব।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন