হোম > সারা দেশ > ঢাকা

অস্ত্র ও মাদক মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী বছরের ৩ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা দুই মামলায় যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না সে বিষয়ে শুনানি হবে আগামী বছরের ৩ আগস্ট। আজ রোববার ঢাকার দুইটি পৃথক আদালত এই তারিখ ধার্য করেন। 

ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক ফয়সাল আতিক বিন কাদের অস্ত্র মামলার তারিখ ধার্য করেন। অন্যদিকে ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের মাদক মামলার তারিখ ধার্য করেন। 

আজ দুই মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাট আদালতে হাজির ছিলেন। তাঁর আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা অভিযোগ গঠন বিষয়ে শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। দুই আদালতের বিচারক পৃথকভাবে সময় মঞ্জুর করেন। 

২০১৯ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর সম্রাটের নাম আসে। এরপর থেকেই তাঁকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। অভিযান শুরুর পর হাইপ্রোফাইল কয়েকজন গ্রেপ্তার করা হলে সম্রাট আত্মগোপন করেন। এসবের মধ্যে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। 

২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাট ও আরমানকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে ঢাকায় এনে তাঁদের করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ। ওই দিন দুপুর ২টার দিকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে বাহিনীটির একটি দল কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারে সম্রাটের কার্যালয়ে অভিযান শুরু করে। এ সময় তাঁর কার্যালয় থেকে অবৈধ পশুর চামড়া, পিস্তল এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কার্যালয়ে অবৈধভাবে পশুর চামড়া রাখার দায়ে তাঁর ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

পরদিন র‍্যাবের ডিএডি আব্দুল খালেক অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় রমনা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ও তাঁর বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে সব মামলায় সম্রাট জামিনে আছেন। 

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ