বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র্যাব-২। আজ মঙ্গলবার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন বলেন, মহামান্য আদালতকে কটূক্তি, আদালত অবমাননার মামলায় হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে গত মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-২। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্য’ দিয়েছিলেন হাবিবুর রহমান হাবিব। তাঁর সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই মন্তব্যের জন্য বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ হাবিবকে ৬ নভেম্বর হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিলেন। কিন্তু সেদিন তিনি হাজির না হওয়ায় ৮ নভেম্বরের মধ্যে তাঁর বর্তমান অবস্থান জানতে চান হাইকোর্ট।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে আদালতকে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনী হাবিবকে তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানায় খুঁজে পায়নি। তাঁর পরিবারের সদস্যরা বলেছেন, হাবিবের খবর তাঁরাও জানেন না। এর প্রেক্ষিতে গত ৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ হাবিবকে ধরে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন।
ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক থাকার সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেছিলেন আখতারুজ্জামান। পরে ২০১৯ সালে তিনি হাইকোর্টে নিয়োগ পান।