হোম > সারা দেশ > ঢাকা

৫ টাকা ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় গাড়ি ভাঙলেন জাবি কর্মকর্তা

জাবি প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কে পাঁচ টাকার ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় বাস ভাঙচুরের ঘটনায় জড়ালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের উপপরিচালক এস এম সাদাত হোসেন ইটের টুকরো ছুড়ে একটি বাসে সামনের গ্লাস ভেঙে দেন। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার পথে ঠিকানা পরিবহনের একটি বাসের কন্ডাক্টর সর্বনিম্ন ১০ টাকা দাবি করলে ওই কর্মকর্তা পাঁচ টাকা দিতে চান। এ নিয়ে কন্ডাক্টরের ওপর ক্ষিপ্ত হয়ে তিনি বাস থেকে নেমে যান। 

পরে অন্য বাসে করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে অবস্থান নেন। ওই বাসটি ক্যাম্পাসের প্রধান ফটকে পৌঁছালে ইট ছুড়ে সামনের গ্লাস ভেঙে দেন তিনি। এ ঘটনায় বাসের ড্রাইভার ভয়ে পালিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে কন্ডাক্টর ক্ষমা চাইলে বাসটি ছেড়ে দেওয়া হয়। 

এ ব্যাপারে এস এম সাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কিলোমিটার প্রতি সরকার নির্ধারিত ২.৪৫ টাকা হারে বাস ভাড়া দিতে চেয়েছি। সে হিসাবে পাঁচ টাকার বেশি ভাড়া হয় না। তারপরও বাসের কন্ডাক্টর জোর করে বেশি ভাড়া নেয় এবং আমার সঙ্গে দুর্ব্যবহার করে।’ 

তিনি আরও বলেন, ‘এরই প্রেক্ষিতে ক্যাম্পাসের গেটে এসে বাস দাঁড় করাই। তখন তারা চলে যেতে চাইলে ইট ছুড়েছি। যদিও ইট ছোড়ার জন্য আমি দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছি।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নিবে, সেটা সমর্থন করি না। তার সঙ্গে অন্যায় হলে সে প্রশাসনকে অবগত করতে পারতেন। তখন আমরা বাস মালিকদের সঙ্গে কথা বলতে পারতাম। কিন্তু তিনি যা করেছেন সেটা অত্যন্ত নিন্দনীয়। আমি এ বিষয়ে ব্যবস্থা নিব।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭