হোম > সারা দেশ > টাঙ্গাইল

রক্ত পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ায় ক্লিনিক মালিককে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে রক্ত পরীক্ষা করতে অতিরিক্ত ফি নেওয়ায় এক ক্লিনিক মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপর এক ক্লিনিক মালিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ওষুধ কোম্পানির তিনজন প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সূচী রানী সাহা। 

সূচী রানী সাহা জানান, জামুর্কীতে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের নানাভাবে প্রলোভন দেখিয়ে দালাল চক্রের সদস্যরা পাশের বিভিন্ন ক্লিনিকে ভাগিয়ে নিচ্ছে। এমন অভিযোগে আজ দুপুরে হাসপাতাল চত্বরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন দালালকে আটক করা হয়। আটকের খবর জানতে পেয়ে পাশের আলতাব ডায়াগনস্টিক সেন্টারের মালিক আলতাব হোসেন (৬২) তাদেরকে সেখান থেকে সটকে পড়ার ইঙ্গিত দেন। বিষয়টি নজরে আসলে আলতাব হোসেনকে আটক করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

এদিকে রক্ত পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ার কারণে একই এলাকার তাজ ক্লিনিকের মালিক আশিকুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অসময়ে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করায় ওষুধ কোম্পানির তিনজন প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুচী রানী সাহা।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু