হোম > সারা দেশ > ঢাকা

গৃহকর্মী নির্যাতনের মামলায় ব্যাংকার আসাদ কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ভাটারার কুড়িল বিশ্বরোড এলাকায় ১৪ বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ব্যাংক কর্মকর্তা আসাদুর রহমান আরিফকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসাদুর রহমানকে আদালতে হাজির করেন। নতুন করে রিমান্ডের আবেদন না করায় তদন্ত কর্মকর্তা আসামিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে আসামির পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন। 

গত শুক্রবার আসাদুর রহমান আরিফকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়। তার আগে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। 

গত রোববার আসাদুর রহমান আরিফের স্ত্রী মাহফুজা রহমানকেও দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আসাদুর রহমান আরিফ নামে ওই ব্যাংকার ও তাঁর স্ত্রী মাহফুজা রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের হয়। 

জানা গেছে, ৩০ জুন বিকেল সাড়ে ৩টার দিকে নির্যাতনের শিকার কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তাঁর বোন। 

আহত কিশোরীর অভিযোগ, সে আট মাস ধরে ওই বাসায় কাজ করে। বিভিন্ন সময় নানা অজুহাতে তাকে গরম পানি ও খুন্তির ছ্যাঁকা এবং মাথা দেয়ালের সঙ্গে ঠুকে নির্যাতন করা হতো। সে অনেকবার বাসা থেকে পালানোরও চেষ্টা করে। কিন্তু ওই দম্পতি তাঁকে পালাতে দেননি। ৩০ জুন সকাল সাড়ে ৮টার দিকে তাঁরা কিশোরীকে কুড়িল বিশ্বরোড ওভারব্রিজের কাছে বোন ফাতেমার বাসায় দিয়ে আসেন। 

ফাতেমা তার কিশোরী বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। পরে নিজে বাদী হয়ে ব্যাংকার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ