রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁ হোটেলের পশ্চিম পাশের সড়কে বাসের ধাক্কায় কোরবান আলী হোসেন (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মৃত কোরবান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর সেকেন্দার গ্রামের সিদ্দিক উল্লার ছেলে। বর্তমানে পরিবার নিয়ে তিনি সাভার এলাকায় থাকতেন। রাজারবাগ টেলিকম ভবনে কম্পিউটার অপারেটর হিসেবে তিনি কর্মরত ছিলেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, সকালে বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে অফিসে যাওয়ার সময় সোনারগাঁ হোটেলের পশ্চিম পাশের সড়কে পৌঁছালে ওয়েলকাম পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসআই বলেন, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।