হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে তুলার কারখানায় আগুন 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সুতা তৈরির কারখানা ও গোডাউনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘনাঘাট শিল্প নগরী এলাকায় ওই সুতার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ঢাকা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, বিকেল ৪টা ২৮ মিনিটে শান ফেব্রিকস ইউনিট-১ ও ২ নামের একটি সুতা তৈরির কারখানায় প্রথমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ওই কারখানার পাশে মজুত করে রাখা তুলার গোডাউনে আগুন লাগে। 

খবর পেয়ে মুন্সিগঞ্জের গজারিয়ার দুটি, সোনারগাঁয়ের দুটি, ডেমরার দুটি ও ঢাকার হেডকোয়ার্টার থেকে একটিসহ সাতটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। মূলত গুদামে মজুত করে রাখা তুলাতে আগুন লাগায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন, পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে কত সময় লাগবে তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি। আগুন নিয়ন্ত্রণে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। 

কারখানাটির পাশের বাড়ির মালিক স্থানীয় ঝাউচরের বাসিন্দা নুরুল ইসলাম জানান, কারখানার ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই কারখানার শ্রমিক ও কর্মকর্তারা পালিয়ে যান। গ্রামবাসীরা ৯৯৯ ফোন করে ফায়ার সার্ভিসকে জানায় এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রথমে গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে।

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল