হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে তুলার কারখানায় আগুন 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সুতা তৈরির কারখানা ও গোডাউনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘনাঘাট শিল্প নগরী এলাকায় ওই সুতার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ঢাকা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, বিকেল ৪টা ২৮ মিনিটে শান ফেব্রিকস ইউনিট-১ ও ২ নামের একটি সুতা তৈরির কারখানায় প্রথমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ওই কারখানার পাশে মজুত করে রাখা তুলার গোডাউনে আগুন লাগে। 

খবর পেয়ে মুন্সিগঞ্জের গজারিয়ার দুটি, সোনারগাঁয়ের দুটি, ডেমরার দুটি ও ঢাকার হেডকোয়ার্টার থেকে একটিসহ সাতটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। মূলত গুদামে মজুত করে রাখা তুলাতে আগুন লাগায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন, পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে কত সময় লাগবে তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি। আগুন নিয়ন্ত্রণে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। 

কারখানাটির পাশের বাড়ির মালিক স্থানীয় ঝাউচরের বাসিন্দা নুরুল ইসলাম জানান, কারখানার ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই কারখানার শ্রমিক ও কর্মকর্তারা পালিয়ে যান। গ্রামবাসীরা ৯৯৯ ফোন করে ফায়ার সার্ভিসকে জানায় এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রথমে গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে।

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২