হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আজ রোববার সকালে বিক্ষোভ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘোষিত কমিটির পক্ষে ও বিপক্ষে থাকা বিবদমান দুটি পক্ষ উপজেলার সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত ১৪ মে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক চিঠির মাধ্যমে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পৌরসভারসহ জেলার চারটি ইউনিটের কমিটি বাতিল করেন।

তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন সময়ে বৈঠক করে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। পরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গতকাল শনিবার (১৪ জুন) সন্ধ্যায় জেলার কমিটি বাতিল করা সব ইউনিটে ৪১ সদস্যবিশিষ্ট পৃথক আহ্বায়ক কমিটি গঠন করে নোটিশ জারি করে। সেখানে কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার কমিটিও ঘোষণা করা হয়।

এতে উপজেলার বিএনপির আহ্বায়ক করা হয়েছে মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম সিকদারকে, সদস্যসচিব করা হয়েছে এম. আনোয়ার হোসেনকে। কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে মামুদ সরকার ও সদস্যসচিব করা হয়েছে মহসিন উজ্জামানকে।

নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর পৌর বিএনপির কমিটি সবাই মেনে নিলেও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি মেনে নেয়নি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ ও তাঁর সমর্থকেরা। তাঁরা আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গতকাল রাতেই বিক্ষোভ মিছিল করেন।

একই দাবিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপজেলা বিএনপির নেতা পারভেজ আহমেদের পক্ষ নিয়ে আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেন।

এ সময় নতুন কমিটির পক্ষ থেকে আরেকটি মিছিল বের হলে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।

বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

এরপরেও বিএনপি নেতা-কর্মীরা পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বলেন, ‘গতকাল একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে যাঁদের রাখা হয়েছে, তাঁদের অনেকে একসময় আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা রেখে চলাফেরা করেছেন। যে কারণে ওই কমিটি বাতিল করার দাবিতে আমাদের নেতা-কর্মীরা সকালে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় নতুন কমিটির পক্ষের লোকজন আমাদের লোকজনের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা ওই পকেট কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী জানান, যাঁদের নতুন কমিটিতে রাখা হয়েছে, তাঁরা সবাই ক্লিন ইমেজের। তাঁদের ব্যাপারে এলাকার মানুষের কোনো অভিযোগ নেই। তিনি আরও বলেন, আজ সকালে নতুন কমিটি আনন্দ মিছিল বের করলে পদবঞ্চিত হয়ে একটি পক্ষ তাঁদের ওপর হামলা করেছে। তিনি সব নেতা-কর্মীকে এলাকায় শান্তি বজায় রাখার জন্য অনুরোধ জানিয়েছেন।

কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, বিএনপির দুটি পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিয়ন্ত্রণ করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি