হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জয়ন্ত চন্দ্র দাস (১০) নামের এক শিশুকে অপহরণ ও হত্যার ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি পলাতক। 

নিহত শিশু জয়ন্ত চন্দ্র দাস রূপগঞ্জ উপজেলার বানিয়াদি এলাকার চৈতন্য চন্দ্র দাসের ছেলে। জয়ন্ত স্থানীয় শিশু মেলা কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জের মঙ্গলকালী এলাকার শাহীন (৩৫), বলাইনগর এলাকার আলমগীর (২৭), বানিয়াদি এলাকার অনিক চন্দ্র দাস (২৭) ও একই এলাকার আশিক চন্দ্র দাস (৩০)। আসামিদের মধ্যে অনিক আদালতে উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুর রহিম। তিনি বলেন, ২০১৮ সালের ৫ জুন জয়ন্তকে টাকার জন্য অপহরণ করে আসামিরা। দাবি করা ৫ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে জয়ন্তকে একটি টিনের ঘরের ভেতর হাত–পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করেছেন আদালত। 

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘শিশু জয়ন্ত হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। উপস্থিত থাকা এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে সংশ্লিষ্ট থানায় গ্রেপ্তারি ওয়ারেন্ট পাঠানো হবে।’

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন