হোম > সারা দেশ > ঢাকা

দীপু মনি-আনিসুল-ইনু-মেননসহ ৬ জনকে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন নতুন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা পৃথক পৃথকভাবে রিমান্ডে নেওয়ার এসব নির্দেশ দেন। ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের এসব তথ্য নিশ্চিত করেন।

আজ সকালে প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক পৃথকভাবে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মোহাম্মদপুর থানায় দায়ের করা সুজন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অন্যদিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের চার দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

যাত্রাবাড়ী থানায় দায়ের করা সায়েম হোসেন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মোহাম্মদপুর থানায় দায়ের করা অর্ণব হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ ছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেনকে এক মামলায় দুই দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

এ পর্যন্ত বিভিন্ন মামলায় আনিসুলকে ৪৯ দিন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৯২ দিন, রাশেদ খান মেননকে ৩৮ দিন, হাসানুল হক ইনুকে ৪০ দিন, দীপু মনিকে ১২ দিন, সাদেক খানকে ৯ দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে