হোম > সারা দেশ > ঢাকা

‘ওরস্যালাইন এন’ দেখে বোঝার উপায় নেই আসল না নকল

সাভার (ঢাকা) প্রতিনিধি

এসএমসির ‘ওরস্যালাইন এন’ দেখে বোঝার উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল। আশুলিয়ায় নকল ওরস্যালাইন বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এমন মন্তব্য করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা। 

এ সময় ভাই ভাই এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান থেকে ১১ হাজার প্যাকেট নকল স্যালাইন, নকল ব্যান্ডরোল যুক্ত ২৫ হাজার বিড়ি, ১০ হাজার বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করে ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটির মালিক আবুল কালামকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। 

আজ সোমবার দুপুরে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। এ সময় এসএমসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নকল স্যালাইন নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, ‘প্যাকেটের গায়ে লেখা ব্যাচ নম্বরের সঙ্গে প্যাকেটের ভেতরের ব্যাচ নম্বর মিল থাকে আসল পণ্যে। নকল স্যালাইনে বাইরে এবং ভেতরে একেক রকম ব্যাচ নম্বর। মেয়াদোত্তীর্ণ লেবেল বা অন্যান্য তথ্য আসল প্যাকেটে খোদাই করা বা অ্যামবুশ করা থাকে, কিন্তু নকল প্যাকেটে সিল দিয়ে এ তথ্য দেওয়া থাকে না। এ ছাড়া এর স্যাম্পল নিয়ে পরীক্ষা করা হয়েছে। সেখানেই ধরা পড়েছে এটা নকল।’ 

শরিফুল ইসলাম আরও বলেন, ‘ভাই ভাই এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানের কাছে এ নকল মালামাল সম্পর্কে তথ্য জানতে চেয়েছি। এগুলো কোথা থেকে আনে সেগুলো আমরা গোড়া থেকে বন্ধ করতে চাই।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু