হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা এখন ফাঁকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল আজহার প্রথম দিন বুধবার রাজধানীর মূল সড়কগুলো একেবারেই ফাঁকা। ঈদের নামাজ আদায়ের জন্য অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হলেও অন্যান্য যানবাহনের সংখ্যা হাতেগোনা। তবে কোরবানির পশু পরিবহনের জন্য মাঝে মধ্যে কিছু ট্রাক, মিনি-ট্রাক দেখা গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, রাজধানীর গাবতলী, আফতাবনগর, বছিলা, মেরাদিয়াসহ বিভিন্ন পশুর হাট এলাকার মূল সড়কের সামনে কিছু মানুষজন রয়েছে। তাছাড়া অন্যান্য মূল সড়কগুলোতে যানবাহন আর মানুষের উপস্থিতি খুবই কম।

দুই দিন আগেও যানজটে অচল ছিল বিজয় সরণি, প্রগতি সরণি, মহাখালী, কল্যাণপুর, মোহাম্মদপুর ও মিরপুরের সড়কগুলো। এখন সড়কগুলোতে মাঝে মাঝে দু-একটি যানবাহন ছুটতে দেখা যাচ্ছে।

এদিকে ঈদ আনন্দের মধ্যে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ ও র‍্যাবের অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করতে দেখা গেছে।

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল লতিফ জানান, রাস্তা ফাঁকা পেয়ে অনেকে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন। তাঁদের নিয়ন্ত্রণ করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি চেকপোস্টে তল্লাশি করা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে, ড্রাইভার ছুটিতে থাকায় মালিক বা মালিকের ছেলে গাড়ি চালাচ্ছেন। তাঁরা ইচ্ছেমতো গাড়ি চালান। তাঁদের অনেকের লাইসেন্সও নেই। তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাশাপাশি বাসা-বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরীদের সঙ্গে এলাকাভিত্তিক একজন করে উপ-পরিদর্শক (এসআই) নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছেন।

এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল জানিয়েছেন, ঈদের ছুটিতে চুরি, ডাকাতি, ছিনতাই কিংবা অন্য যেকোনো ধরনের অপরাধ রোধে পুরো শহর নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

‘রাজধানীর ৫১টি থানা এলাকার পাড়া-মহল্লা এমনকি অলিগলিতে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ধরনের চুরি-ডাকাতি যাতে বেড়ে না যায় সে জন্য বিশেষ নজর রাখা হয়েছে। পুলিশের সঙ্গে যুক্ত আছে র‍্যাবের নিয়মিত বাড়তি টহল। এ ছাড়া মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এনএসআইয়ের গোয়েন্দা দলও মাঠ চষে বেড়াচ্ছেন।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯