হোম > সারা দেশ > নরসিংদী

ছাত্র-জনতা নিজেদের শক্তি দেখিয়ে দিয়েছে: নরসিংদীতে মঈন খান

নরসিংদী প্রতিনিধি

বুলেটের গুলির চেয়ে ইন্টারনেটের গুলির শক্তি বেশি, তা ছাত্র-জনতা দেখিয়ে দিয়েছে। যে কারণে সরকার দেশে ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ শনিবার দুপুরে নরসিংদীর চিনিশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুলশিক্ষার্থী তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে এই মন্তব্য করেন তিনি। 

বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের যে গণতন্ত্র হত্যা করেছে তা আবারও পুনরুদ্ধার করা হবে। ভবিষ্যতে দেশ মেধার ভিত্তিতে পরিচালিত হবে। কারও ব্যক্তির ইচ্ছায় পরিচালিত হবে না।

দেশের মানুষকে অত্যন্ত সরল ও সাধারণ উল্লেখ করে মঈন খান বলেন, ‘দেশের মানুষ অর্থ–সম্পদ চায় না। তারা মুখে কথা বলতে চায়। মন খুলে কথা বলতে চায়। ভোটের দিন ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের মানুষকে ভোট দিতে চায়। কিন্তু আওয়ামী লীগ সেই অধিকার কেড়ে নিয়েছিল। যে কারণে দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে। তাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে।’

কবর জিয়ারত ও ফুল দেওয়া শেষে নিহত তাহমিদ ভূঁইয়ার পরিবারের সদস্যদের সমবেদনা জানানোসহ আর্থিক সহযোগিতা করেন মঈন খান। এরপর তিনি কোটা সংস্কার আন্দোলনে নিহত পলাশের গজারিয়া ইউনিয়নের কলেজ শিক্ষার্থী ইমন ও আমজাদ হোসেনের কবর জিয়ারত করে তাঁদের পরিবারকেও আর্থিক সহযোগিতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, চিনিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, পলাশ উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল প্রমুখ।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক