হোম > সারা দেশ > ঢাকা

প্রদীপের মামলা বাতিলের আবেদন হাইকোর্টে খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরখাস্ত হওয়া ওসি প্রদীপের বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন।

এর ফলে প্রদীপের বিরুদ্ধে বিচারিক আদালতে দুর্নীতির মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ৩০ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে আবেদন করেন প্রদীপের আইনজীবী। আজ উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট।

২০২০ সালের ২৩ আগস্ট দুদক প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। গত বছরের ২৬ জুলাই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ১৫ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। এরপর অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন প্রদীপ। 

আদালতে ওসি প্রদীপের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। 

উল্লেখ্য, মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা হামলায় আরও কয়েকজনের সঙ্গে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। অন্য আসামিদের সঙ্গে তিনি এখন কারাগারে রয়েছেন।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ