হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মেডিকেলে রান্নাঘরের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরের পেছনের ময়লার স্তূপ থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

পরিদর্শক বাচ্চু জানান, হাসপাতালের নতুন ভবনসংলগ্ন পুরোনো রান্নাঘরের পেছনের ময়লার স্তূপের মধ্যে ওই অজ্ঞাত যুবকের মরদেহ পাওয়া যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। বিষয়টি শাহবাগ থানায় অবগত করা হয়েছে। 

শাহবাগ থানার এসআই ফারুক আলম মন্ডল জানান, `সকালে হাসপাতাল থেকে খবর পাই, হাসপাতালের নতুন ভবনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নতুন ভবনের পূর্ব পাশের ফাঁকা জায়গায় মরদেহটি পড়ে আছে। তাঁর পরনে ছিল কালো গেঞ্জি ও চেক লুঙ্গি।' 

এসআই ফারুক আলম মন্ডল জানান, মরদেহের দুই হাতসহ শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। 

এ ব্যাপারে ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, 'হাসপাতালের রান্নাঘরের পেছনে একজনের মরদেহ পাওয়া গেছে বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি উদ্ঘাটনের জন্য পুলিশের তদন্তে যত রকম সহযোগিতা লাগে হাসপাতাল থেকে তাদের দেওয়া হবে।' 

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ