হোম > সারা দেশ > গাজীপুর

‘মাটির ওপর ফুলের শহীদ মিনারেই আমরা শ্রদ্ধা জানাইছি’

গাজীপুরের শ্রীপুরের একটি মাদ্রাসায় শহীদ মিনার নেই। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ওই মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা মাটিতে ফুলের পাপড়ি ছিটিয়ে এঁকেছে শহীদ মিনার। ভাষা শহীদদের প্রতি সম্মান জানাচ্ছে মাটিতে লেখা ‘অমর ২১’ এ। 

আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে এ ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বৈরাগীরচালা গ্রামে মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসায়। 

প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, ১৫৯৭ সালে প্রতিষ্ঠিত মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ব্যক্তি পর্যায়ে বিত্তবানেরা তাদের সাধ্য অনুযায়ী মাদ্রাসার উন্নয়নের জন্য সহযোগিতা করে যাচ্ছেন। সেখানে এখনো কোনো ধরনের শহীদ মিনার নেই। 

সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার শিক্ষার্থী সুমাইয়া, সুরাইয়া, পাপিয়া, রাকিব, জাহিদসহ আরও কয়েকজন শিক্ষার্থী ভোরে ফুলের পাপড়ি দিয়ে বিদ্যালয়ের মাঠে হালকা সবুজ ঘাসের ওপর তৈরি করেছে শহীদ মিনার। এরপর তারা মাদ্রাসার শিক্ষকদেরসহ সেখানে শ্রদ্ধা নিবেদন করছে। 

মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী পাপিয়ার সঙ্গে কথা হলে সে আজকের পত্রিকাকে বলে, ‘আমাদের মাদ্রাসায় শহীদ মিনার নেই। ১৯৫২ সালে যাঁরা ভাষার জন্য শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধা জানাতে আমরা সবাই মিলে ফুলের পাপড়ি দিয়ে শহীদ মিনার তৈরি করেছি। সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাইছি।’ 

আরেক শিশু শিক্ষার্থী রাকিব বলে, ‘আমাদের মাদ্রাসায় শহীদ মিনার নেই জন্য কি আমরা শহীদদের শ্রদ্ধা জানাব না? সে জন্য আমরা সকাল থেকে আমরা ফুল কিনে এনে, সংগ্রহ করে সবাই মিলে শহীদ মিনার বানিয়েছি। মাটির ওপর ফুলের শহীদ মিনারেই আমরা শ্রদ্ধা জানিয়েছি।’ 

মাদ্রাসাটির সুপার মাওনা আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। আমরা পরিচালনা পর্ষদের সদস্যদের তাগাদা দিচ্ছি একটি শহীদ মিনার করে দেওয়ার জন্য। আর আজ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা নিজেরাই শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা নিবেদন করেছে।’ 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু