হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে দুই জায়গা থেকে নবজাতকসহ দুজনের লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় শাহবাগ থানাধীন হাইকোর্ট-সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ও বুয়েট এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাতনামা ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। 

আজ শনিবার দুপুর ১২টার দিকে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় শাহবাগ থানার পুলিশ।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা জানান, বুয়েট এলাকার ডাচ্‌-বাংলা ব্যাংকের বুথের পাশে ময়লার ডাস্টবিনে একটি কার্টনের ভেতরে রাখা ছিল ওই ছেলে নবজাতকের মরদেহ। বয়স হবে আনুমানিক ১ দিন। এক রিকশাচালক প্রথমে মৃতদেহটি দেখতে পান। পরে থানায় খবর দেন। 

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, দু-এক দিন আগে নবজাতকটির মরদেহ কেউ ডাস্টবিনে ফেলে রেখে গেছে। মৃতদেহটিতে কিছুটা পচন ধরেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, হাইকোর্ট মাজারসংলগ্ন ফুটপাতে মৃত অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। আশপাশের লোকজনের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। সিআইডির ফরেনসিক টিম তাঁর পরিচয় শনাক্তে জন্য ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ