হোম > সারা দেশ > ঢাকা

কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ডিবি হেফাজতে, স্বীকার করলেন হারুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে হেফাজতে নেওয়ার কথা স্বীকার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ। 

আজ শুক্রবার রাত ১১টার দিকে তিনি বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেন। 

এর আগে ওই তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য দুই সমন্বয়ক সারজিস আলম ও আব্দুল হান্নান মাসুদ। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান সারজিস আলম। এর আগে বিকেলে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ একটি বার্তা পাঠিয়ে জানান, গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি অবস্থায় তাঁকে, নাহিদ এবং বাকেরকে গৃহবন্দী করেছে ডিবি পুলিশ। 

রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের ও নাহিদ ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে স্বীকার করে গোয়েন্দা সংস্থাটির একটি সূত্র। তবে তাঁদের কত সময় রাখা হবে বা কোনো মামলাতে গ্রেপ্তার দেখানো হবে কিনা সে বিষয়ে কোনো কর্মকর্তাই মুখ খোলেননি। 

তবে রাত ১১টার দিকে ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, তাঁদের নিরাপত্তার স্বার্থেই ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে