হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

‘একটার বিপরীতে চাইরটা এজেন্ট বাইর কইরা দিমু’

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘নির্বাচনে যদি কেউ আমার এজেন্টদের গায়ে হাত দেয়। কেউ যদি আমার একটা এজেন্ট বাইর করে, তাহলে একটার বিপরীতে চাইরটা এজেন্ট বাইর কইরা দিমু।’ আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের সাধু পৌলের গির্জার সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 

এর আগে তিনি সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করেন। 
 
তৈমূর বলেন, ‘অনেকে নির্বাচন করতে আইসা কান্নাকাটি করে। তাদের নাকি এজেন্ট বের করে দেয়। হ্যাডম না থাকলে নির্বাচন করেন কেন? কেন্দ্রে এজেন্টদের সুরক্ষা না দিতে পারলে কিসের নেতা? এই নারায়ণগঞ্জ শহরে আমার একটা এজেন্ট বের করার সাহস কারও নাই। আমার একটা এজেন্ট বাইর করলে আমি পাঁচটা বাইর করার সক্ষমতা রাখি। আমার বয়স অনেক হইসে। এখন চিন্তা করে কী হবে? কপালে যা আছে তাই হবে। আমি কাউকে পরোয়া করব না। জনগণ সাড়া দেওয়ায় তাদের ডাকে নির্বাচন করছি।’ 

নিজেকে জনতার মেয়র দাবি করে তৈমূর বলেন, ‘প্রচারণা চালাচ্ছি, মানুষ আমাকে বারবার বলতাছে এবার কিন্তু বইসেন না। এবার পুরো নির্বাচনটা কইরেন। তাদের সবাইকে আমি বলতে চাই, এবার আমি কোনো দলের লোক না। এবার আমি ব্যক্তি তৈমূর নির্বাচন করছি। জনগণ আমাকে মেয়র পদে দাঁড় করিয়েছে।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির