হোম > সারা দেশ > টাঙ্গাইল

বিয়ে করতে গিয়ে লাশ হলেন নুরুল

টাঙ্গাইল প্রতিনিধি

গার্মেন্টসকর্মী নুরুল ইসলাম। রোববার (২২ জানুয়ারি) বিয়ে, তাই ফিরছিলেন বাড়িতে। ঢাকা থেকে মধুপুর পর্যন্ত যেয়ে বাস থেকে নামেন। এক আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেন নিজের বিয়ের আমন্ত্রণপত্র। এরপর এক দোকানে কফি পান করে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান।

ঢাকা-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার ভোলা শাহর মোড়ে শুক্রবার সন্ধ্যায় এঘটনা ঘটে। নুরুলের বাড়ি গোপালপুরের শাজানপুর এলাকার মিশ্রপট্টি গ্রামে। ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে তিনি।

জানা যায়, ঢাকা থেকে বাসে রওনা দিয়ে নুরুল ইসলাম টাঙ্গাইলের মধুপুর উপজেলার মালাউড়ি এলাকার ভোলা শাহর মোড়ে নামেন। পৌর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিজের বিয়ের আমন্ত্রণ পৌঁছে দেন। পরে ওই এলাকার একটি কফি হাউসে কিছুক্ষণ সময় কাটিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত নুরুলের চাচা রমজান আলী ও বন্ধু আল মামুন জানান, আগামী রোববার একই উপজেলার শিমলা গ্রামে নুরুলের বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়ের সমস্ত আয়োজন শেষ পর্যায়ে। নুরুলও আসছিলেন কর্মস্থল থেকে ছুটি নিয়ে। কিন্তু তার আগেই নুরুল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

মধুপুর থানার উপপরিদর্শক সাজেদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দ্রুতগামী ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক