হোম > সারা দেশ > গাজীপুর

উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: প্রতিমন্ত্রী রিমি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, ‘রাজনীতির অর্থ স্লোগান দেওয়া না, রাজনীতি মানে শুধু সভা–সমিতি করা না, রাজনীতি মানে হলো জনগণের উন্নয়ন। আমরা সেই উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।’ 

বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আজ শুক্রবার গাজীপুরের কাপাসিয়া উপজেলা ক্যানসার সেন্টারের উদ্বোধন ও ক্যানসার প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সিমিন হোসেন রিমি বলেন, ‘মানুষকে সচেতন করাটাই হলো আমাদের বড় দায়িত্ব। যারা রাজনীতি করেন বা রাজনৈতিক দলের কর্মী তাদের প্রত্যেকের উচিত নিজ নিজ এলাকায় মানুষদের সচেতন করা। যদি আমরা তা করতে পারি, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’ 

তিনি বলেন, ‘ক্যানসার প্রতিরোধে প্রচুর শাকসবজি ও ফল খাবেন। আমরা বেশি করে ফল ও সবজি খাব এবং চাষ করব। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। মানুষকে সচেতন করতে হবে যে, হাত পেতে নেওয়া থেকে নিজে তৈরি করে খাওয়া বেশি জরুরি। কর্ম আমাদের সবচেয়ে বড় ধর্ম। মানুষ মানুষের জন্য এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করব।’ 

সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক পারভীন শাহিদা আখতার। উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া প্রমুখ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট