হোম > সারা দেশ > ঢাকা

তিন দফা দাবিতে ‎জবি শিক্ষার্থীদের কাঁথা-বালিশ কর্মসূচি ঘোষণা

জবি প্রতিনিধি 

ভাষাশহীদ রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে জবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে এবার কাঁথা–বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। ‎আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ‎

তিনটি ‎দাবি হলো—

১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং ৭০% শিক্ষার্থীর আবাসন বৃত্তি বাজেটে অন্তর্ভুক্ত করা।

২. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, পুরান ঢাকায় হাবিবুর রহমান হল ও বানী ভবনের নির্মাণকাজ দৃশ্যত আগামী ১৫ দিনের মধ্যে শুরু করা।

‎ ৩.দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণের কাজের অগ্রগতি প্রতি ১৫ দিন পর পর মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে।

‎এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীরা আগামী সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। সেগুলো হলো—‎

‎-২২ এপ্রিল কাঁথা–বালিশ কর্মসূচি ও লিফলেট বিতরণ চলমান থাকবে।

‎‎-২৩ এপ্রিল উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান।

‎-‎ ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মুক্তমঞ্চে আলোচনা।

‎-২৫ ও ২৬ এপ্রিল খোলা চিঠি ও অনলাইনে প্রচারণা।

‎ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা কাঁথা ও বালিশ নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবেন। তাঁরা সেখানে রাত্রিযাপন করবেন এবং তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ‎

‎সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্যসচিব ফয়সাল মুরাদ বলেন, ‘আমরা আমাদের মৌলিক অধিকারগুলোর জন্য দিনের পর দিন অপেক্ষা করছি। কর্তৃপক্ষ আমাদের কথা শুনছেন না। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। কাঁথা-বালিশ নিয়ে আসা মানে হলো, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে সরব না।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি