হোম > সারা দেশ > গাজীপুর

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গাড়ির চাপ ও যানজট

রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ। দুটি মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ থাকায় সৃষ্টি হয়েছে জটলা। সৃষ্টি হয়েছে যানজট। শনিবার রাতে মহাসড়কে এমন চিত্র দেখা যায়। 

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত গাড়ির এই জটলা। অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও এমন অবস্থা। সড়কটির আশুলিয়া নবীনগর থেকে ১২ কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট মোকাবিলায় কাজ করছে সড়কের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে রাস্তায় অতিরিক্ত গাড়ির চাপ কিছুতেই সামলানো যাচ্ছে না। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে। এ সকল পয়েন্টে যানজটের সৃষ্টি হওয়ায় পুরো সড়কে গাড়ির জটলা বেধেছে। রাত সাড়ে ১০টার দিকেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা চৌরাস্তায় হাজার হাজার ঘরমুখো মানুষকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

চন্দ্রা এলাকায় দায়িত্ব পালন করেন কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, গাড়ির অতিরিক্ত চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে হাজার হাজার মানুষ বাসে ওঠার জন্য অপেক্ষা করছে। এ কারণেও যান চলাচল অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে। 

গাজীপুর মহানগরের উপকমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, রাত বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বেড়েছে গাড়ির অতিরিক্ত চাপ। শনিবার দুপুরের পর অনেক পোশাক কারখানা ছুটি হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় ঘরমুখো মানুষের ঢল নামে। এতে গাড়ির সংকট দেখা দেয়। গাড়ির তুলনায় যাত্রী বেশি হওয়ায় অনেকেই ট্রাক ও পিকআপে করে রওনা হন।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে