হোম > সারা দেশ > ঢাকা

বাবার সিন্দুক থেকে দেড় কোটি টাকা চুরি করে স্বামীকে দেন মেয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে বাসার সিন্দুক থেকে দেড় কোটি টাকারও বেশি খোয়া যায় ব্যবসায়ী আবদুল হামিদের। অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন তিনি। মামলার চার দিন পর জড়িত থাকার অভিযোগে তাঁর মেয়েকেই গ্রেপ্তার করে পুলিশ। তিনি সিন্দুক থেকে টাকা নিয়ে স্বামীকে দেন। পরে স্বামীও গ্রেপ্তার হন। চুরির ৯০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল হামিদের মেয়ে মিনা হামিদ এবং আবদুল হামিদের মেয়ের জামাই সাকিবুল হাসান। 

আজ শনিবার বিকেলে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা। 

মাহফুজুল হক ভূঞা বলেন, বাসার দরজা কিংবা সিন্দুকের তালা না ভেঙেই টাকা চুরি হয়েছে। এতে সন্দেহ হয় বাসার কোনো লোক টাকা চুরির সঙ্গে জড়িত। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, হামিদের মেয়ে মিনাই টাকা চুরি করেছেন। তাঁর কাছে থাকা চাবি দিয়ে তিনি সিন্দুক খুলে টাকা নেন। 

মাহফুজুল হক আরও বলেন, ৪ জুলাই মেয়ে মিনাকে সঙ্গে নিয়েই মোহাম্মদপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চুরির মামলা করেন হামিদ। এ ঘটনায় ৮ জুলাই মেয়ে মিনা হামিদ ও মেয়ের জামাই সাকিবুল হাসানকে কারাগারে পাঠানো হয়। 

রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন ব্যবসায়ী আবদুল হামিদ ওরফে বাবুল। ঈদুল আজহায় সপরিবারে গ্রামের বাড়িতে ঈদ উদ্‌যাপন শেষে ঢাকায় ফেরেন। কিছুদিন পর টাকা রাখার সিন্দুক খুলে দেখেন ১ কোটি ৬৬ লাখ টাকা নেই। বাসার সবাইকে জিজ্ঞাসাবাদ করলে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। পরে হামিদ ৪ জুলাই মেয়ে মিনাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চুরির মামলা করেন। পুলিশ বাসায় গিয়ে সিন্দুক না ভেঙে টাকা চুরি হওয়ায় প্রাথমিকভাবে বাসার মানুষকে সন্দেহ করলে জিজ্ঞাসাবাদে মেয়ে মিনা স্বীকার করেন। সিন্দুকের তালা খুলে তিনিই টাকা চুরি করেন। সেই টাকা তুলে দেন স্বামী সাকিবুল হাসানের হাতে।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব