হোম > সারা দেশ > গাজীপুর

উন্নয়ন কেন্দ্র থেকে হাসপাতালে নেওয়ার পর কিশোরকে মৃত ঘোষণা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, আজ সন্ধ্যায় শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা অন্য কিশোরদের সঙ্গে মারামারির একপর্যায়ে অসুস্থ হয়ে পড়ে শিহাব মিয়া (১৬)। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল উদ্দিন। 

তবে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুজ্জামান বলেছেন, ওই কিশোরকে যখন হাসপাতালে আনা হয় তখন সে মৃতই ছিল। 

ওই কিশোর মৃত্যুর কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। 

শিহাব মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর ভূঁইয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া থেকে চুরির একটি মামলায় আটকের পর তাকে টঙ্গী শিশু উন্নয়ন (বালক) কেন্দ্রে রাখা হয়েছিল। 

টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক মো. এহিয়াতুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন