হোম > সারা দেশ > ঢাকা

স্বামীর ওপর সন্ত্রাসী হামলার বিচার চান স্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাভারে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ফ্লোর ইনচার্জ রিপন শেখের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুতবিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন স্ত্রী কনা ইসলাম। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।

কনা ইসলাম বলেন, ‘সিমটেক্স ইন্ডাস্ট্রিজে সন্ত্রাসীরা আমার স্বামী রিপন শেখের ওপর গুলি চালান। গুলিতে তাঁর যেই অবস্থা হয়েছে, তাতে আর স্বাভাবিক জীবনে ফেরত আসার উপায় নেই। এ পর্যন্ত ১১ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আমার স্বামী এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

কনা ইসলাম আরও বলেন, ‘আমার স্বামী রিপন শেখ ঢাকা জেলার সাভারের শিল্প প্রতিষ্ঠান সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে দীর্ঘদিন সুনামের সঙ্গে ফ্লোর ইনচার্জ হিসেবে কর্মরত। গত ৩১ আগস্ট বিকেল ৪টায় সাভারের বিরুলিয়ার খাগানে অবস্থিত সিমটেক্স ইন্ডাস্ট্রিজে একদল বহিরাগত সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তাদের ছোড়া গুলিতে আমার স্বামী গুরুতর আহত হন।’

বর্তমানে রিপন শেখ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি আছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী। এ ঘটনায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে গত ১ সেপ্টেম্বর সাভার থানায় মামলা দায়ের করা হয়।

কনা ইসলাম জানান, হামলার সময় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে প্রতিষ্ঠানটির প্রডাকশন ম্যানেজার ভারতীয় নাগরিক শ্রী নিভাশ রাও তাল্লরি, ড্রাইভার রফিকুল ইসলাম, ট্রান্সপোর্ট অফিসার জাহাঙ্গীর আলমসহ আরও কয়েজন গুরুতর আহত হন। স্থানীয় থানা-পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি