হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বাসে আগুন 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বাসের হেলপার বাবলু মিয়া বলেন, ‘বাসটি নিয়ে টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে মির্জাপুর ও সখিপুর রোডে প্রতিদিন যাতায়াত ক‌রি। গার্মেন্টসের কর্মী নামিয়ে এটিকে নাটিয়াপাড়ায় মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রেখে ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পরে দেখি বাসের পেছনে আগুন। আশপাশে থাকা মানুষদের ডাক দিই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, ‘সংবাদ পাওয়ার ১৫ মিনিটের মধ্যে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসে শুধু হেলপার ছিল। সে আগুন দেখেই বের হয়ে আসে। তাই কোনো হতাহত নেই। বাসের ভেতরে অনেকাংশই পুড়ে গেছে।’

দেলদুয়ার থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাসস্ট্যান্ডে দাঁড় করিয়ে বাসের ভেতরে হেলপার ঘুমাচ্ছিল। সে পেছনে হঠাৎ আগুন দেখতে পায়। বাইরে বের হয়ে এসে সবাইকে ডাক দেয়। পরে আশপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এটা যে নাশকতা, তা প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। আলামত সংগ্রহ করা হয়েছে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট