হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বাসে আগুন 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বাসের হেলপার বাবলু মিয়া বলেন, ‘বাসটি নিয়ে টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে মির্জাপুর ও সখিপুর রোডে প্রতিদিন যাতায়াত ক‌রি। গার্মেন্টসের কর্মী নামিয়ে এটিকে নাটিয়াপাড়ায় মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রেখে ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পরে দেখি বাসের পেছনে আগুন। আশপাশে থাকা মানুষদের ডাক দিই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, ‘সংবাদ পাওয়ার ১৫ মিনিটের মধ্যে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসে শুধু হেলপার ছিল। সে আগুন দেখেই বের হয়ে আসে। তাই কোনো হতাহত নেই। বাসের ভেতরে অনেকাংশই পুড়ে গেছে।’

দেলদুয়ার থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাসস্ট্যান্ডে দাঁড় করিয়ে বাসের ভেতরে হেলপার ঘুমাচ্ছিল। সে পেছনে হঠাৎ আগুন দেখতে পায়। বাইরে বের হয়ে এসে সবাইকে ডাক দেয়। পরে আশপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এটা যে নাশকতা, তা প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। আলামত সংগ্রহ করা হয়েছে।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯