হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রীসহ বেনজীরের ফ্ল্যাট ও জমি জব্দ, শেয়ার-ব্যাংক হিসাব অবরুদ্ধ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ। ফাইল ছবি

ঢাকা-২০ আসনের (ধামরাই) সাবেক সংসদ সদস্য বেনজির আহমদ ও তাঁর স্ত্রী সাহিনা আহমদের ফ্ল্যাট, প্লট, জমি ক্রোক বিভিন্ন কোম্পানির শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এসব নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার পৃথক পৃথকভাবে বেনজীর ও তাঁর স্ত্রীর স্থাবর সম্পদ ক্রোক, অস্থাবর সম্পদ অবরুদ্ধ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদন অনুযায়ী, রাজধানীর ইস্কাটন, ধানমন্ডি ও ঢাকার ধামরাইয়ে বেনজীরের চারটি ফ্ল্যাট ও পূর্বাচলের ১০ কাঠার একটি প্লটসহ ধামরাইয়ের কালামপুরের মোট ১৯৩ শতাংশ জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। তাঁর একটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থাবর সম্পদের মোট মূল্য ১৪ কোটি ৮০ লাখ ৪৫ হাজার ২৮০ টাকা। এছাড়া তাঁর নামে থাকা তিনটি প্রতিষ্ঠানের শেয়ার ও ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। ৯টি ব্যাংক হিসাবে বেনজীরের ১ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার ২৮৬ টাকা রয়েছে।

একই সঙ্গে তাঁর স্ত্রী সাহিনা বেগমের একটি কোম্পানির ২০০০ শেয়ার, একটি ডিপোজিট ও দুটি ব্যাংক হিসাবের ১ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৫৯৩ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

বেনজীরের আবেদনে বলা হয়েছে, বেনজীর দায়িত্বে থেকে অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে করেছেন। তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪২ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৯৮৯ টাকা জমা এবং ৪১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ২৬৬ টাকা উত্তোলনসহ মোট ৮৪ কোটি ৪২ লাখ ৮ হাজার ২৫৫ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এ ঘটনায় দুদক মামলা করেছে।

সাহিনার আবেদনে বলা হয়েছে, সাহিনা আহমদ ও বেনজীর আহমদ অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে অসাধু উপায়ে এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৯৭ কোটি ৪৭ লাখ ৩৮৫ টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগ দখলে রেখেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তদন্তকালে দেখা যায়, তাঁরা অসাধু উপায়ে অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয় বা হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। দেশ ছেড়ে পালানোরও চেষ্টা করছেন। এ কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার নির্দেশ প্রয়োজন।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে