হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

তীরে উঠেও বাঁচলেন না জয়নাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ব্যবসায়িক কাজের জন্য মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে এসেছিলেন জয়নাল ভূঁইয়া (৬৫)। কাজ শেষে আজ রোববার বেলা ২টায় লঞ্চে চড়ে বসেন। কিন্তু সেই যাত্রাই তাঁকে পৌঁছে দিল অন্তিম গন্তব্যে।

আজ রোববার বেলা ২টা ২০ মিনিটে কার্গো জাহাজ এমভি রূপসী-৯-এর ধাক্কায় ডুবে যায় মুন্সিগঞ্জগামী লঞ্চ এম এল আশরাফ। প্রায় অর্ধশত যাত্রী নিয়ে লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছিল। পথে শীতলক্ষ্যা তৃতীয় সেতুর কিছু আগে চর সৈয়দপুর কদমতলী ব্রিজ এলাকায় জাহাজের ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। এ সময় বেশ কিছু যাত্রী লাফিয়ে ও সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তলিয়ে যান অনেকে। 

সাঁতরে তীরে ওঠা যাত্রীদের একজন ছিলেন জয়নাল ভূঁইয়া। সাঁতার জানায় শীতলক্ষ্যার পূর্ব পাড়ে বন্দর এলাকার মাহমুদনগরে পৌঁছাতে সক্ষম হন তিনি। কিন্তু মিনিট দুয়েকের মধ্যেই হৃদ্‌রোগে আক্রান্ত হন জয়নাল ভূঁইয়া। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

খবর পেতেই মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর থেকে ছুটে আসেন জয়নালের স্ত্রীসহ আত্মীয়স্বজন। যাত্রীবাহী ট্রলারে বসে বিলাপ করতে থাকেন স্ত্রী নাজমা বেগম (৪০)। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এই দেখাই যে শেষ দেখা হবে আমি যদি আগে জানতাম, আমারে একা রাইখা কেন গেলা?’ 

জয়নাল ভূঁইয়ার স্ত্রীর বড় ভাই আব্দুল মান্নান ফরাজি জানান, জয়নাল হার্টের রোগী ছিলেন। কিছুদিন আগে ভারতে গিয়ে চিকিৎসা নিয়েছেন। বাল্কহেডের ব্যবসা করতে নিয়মিত নারায়ণগঞ্জে আসতেন। এর আগে লঞ্চ দুর্ঘটনা দেখে কিছুদিন গাড়িতে চলাচল করলেও এখন আবার লঞ্চে যাতায়াত করতেন। আজ সকালেও কাজে এসেছিলেন। ফেরার পথে দুর্ঘটনার শিকার হওয়ার পর সাঁতরে তীরেও উঠেছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না তাঁর। 

জয়নালের মৃত্যুর সংবাদে প্রতিবেশী থেকে শুরু করে স্বজনেরাও ছুটে আসেন শীতলক্ষ্যার তীরে। ঢাকা থেকে দুই মেয়ে আর রাজশাহীতে থাকা একমাত্র ছেলেও বাবার মৃত্যুসংবাদ শুনে রওনা দিয়েছেন।

 

 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু