হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চাচা শ্বশুর গ্রেপ্তার 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে (১৯) ধর্ষণের মামলায় মো. মোস্তাফা (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার চরদেওকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. মোস্তাফা (৬০) পাকুন্দিয়া উপজেলার চরদেওকান্দি এলাকার মৃত মোতালিবের ছেলে ও ওই গৃহবধূর চাচা শ্বশুর। সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল সকালে ওই মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূর স্বামী ছাগল বিক্রির জন্য গাজীপুরের আমরাইদ বাজারে যান। ওই দিন দুপুরে প্রতিবন্ধী গৃহবধূকে চাচা শ্বশুর মো. মোস্তাফা ধর্ষণ করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আজ সোমবার (২৯ এপ্রিল) সকালে পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই আসামি মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল