হোম > সারা দেশ > ঢাকা

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

আজকের পত্রিকা ডেস্ক­

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বিডিআর হত্যাকাণ্ড: প্রতিরক্ষায় এর প্রভাব ও পরিণতি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই এ হত্যাকাণ্ড হয়েছে বলে মতামত ব্যক্ত করেছেন সাবেক সেনা কর্মকর্তা ও সিভিল সোসাইটির সদস্যরা। তাঁরা বলছেন, বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা চরমভাবে হুমকির সম্মুখীন হয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বিডিআর হত্যাকাণ্ড: প্রতিরক্ষায় এর প্রভাব ও পরিণতি’ শীর্ষক এক সেমিনারে তাঁরা এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে প্রফেসর কে আলী ফাউন্ডেশন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রিগেডিয়ার জেনারেল এইচ আর এম রোকন উদ্দিন। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা চরমভাবে হুমকির সম্মুখীন হয়েছে এবং এ ঘটনা শুধু আমাদের দেশেই নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা কৌশলে অস্থিরতা সৃষ্টি করেছে।

বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল সালজার রহমান বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত একটি গণহত্যা, যা আমাদের প্রতিবেশী দেশ ২০০১ সালে বিএসএফ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এবং বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতে ঘটিয়েছে।’

প্রধান অতিথি সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, ‘বাংলাদেশ বর্তমানে বিভিন্ন সংকটে পড়েছে, বিশেষ করে রাজনীতি ও নিরাপত্তার দিক থেকে। আমাদের ভারতীয় ষড়যন্ত্র সম্পর্কে সব সময় সজাগ থাকতে হবে।’

সেমিনারে অধ্যাপক ড. লে. কর্নেল (অব.) শেখ আকরাম আলীর সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেন, লে. কর্নেল (অব.) আখতার হোসেন, লে. কর্নেল (অব.) আয়ুব হোসেন, মেজর ইমরান হাসান প্রমুখ।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক