হোম > সারা দেশ > ঢাকা

সুলতান’স ডাইনে কুকুর-বিড়ালের মাংসের প্রমাণ মেলেনি, খোঁজ মেলেনি অভিযোগকারীরও

নিজেস্ব প্রতিবেদক, ঢাকা

সুলতান’স ডাইনের কাচ্চিতে কুকুর বা বিড়ালের মাংস ব্যবহারের কোনো প্রমাণ পায়নি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি যে মোবাইল ফোন থেকে অভিযোগ দেওয়া হয়েছিল, তা-ও বন্ধ পাওয়া গেছে।

আজ সোমবার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

তদন্ত প্রতিবেদনে বলা হয়, সুলতান’স ডাইন রাজধানীর কাপ্তানবাজারের মা-বাবার দোয়া গোশত বিতান নামক ভেন্ডরের মাধ্যমে খাসির মাংস সংগ্রহ করে। কাপ্তানবাজারে খাসি জবাই করার সময় অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি মাঝেমধ্যে উপস্থিত থাকেন। ভেন্ডর নিজ দায়িত্বে অভিযুক্ত প্রতিষ্ঠানে মাংস পৌঁছায়।

প্রতিবেদনে বলা হয়েছে, খাসি বাদে অন্য প্রাণীর মাংসের ব্যবহার সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠান সুলতান’স ডাইনকে অন্য প্রাণীর মাংস ব্যবহারের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে। এ ছাড়া যে ফোন নম্বর থেকে অভিযোগ দেওয়া হয়েছিল, তা-ও বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘যিনি এই অভিযোগ করেছেন, যে মোবাইল নম্বর দেওয়া ছিল, তা বন্ধ পাওয়া গেছে। যদি এমন ঘটত তাহলে সে নিজে থেকেই অভিযোগ দিত, আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিতাম। তখন ফুলবাড়িয়া পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা করা হতো। এর আগেও এমন হয়েছে। কিন্তু এমন অভিযোগ কেউ দেয়নি। কেউ বলে দিলে তো এভাবে হয় না যে, এটা অন্য প্রাণীর মাংস।’

সন্দেহজনক সরু হাড়ের ব্যাপারে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সুলতান’স ডাইন সাত থেকে নয় কেজি ওজনের খাসির মাংস ব্যবহার করে। খাসি আকারে ছোট হওয়ায় সব মাংসের হাড় চিকন হয়।

এ নিয়ে পরে বৈঠকে বসা হবে জানিয়ে ভোক্তা অধিকারের এ পরিচালক বলেন, ‘যাদের বড় প্রতিষ্ঠান আছে, তাঁরা কোথা থেকে মাংস আনেন—বৈঠকে সেটি নিয়ে আলোচনা করা হবে।’

প্রতিবেদনে বলা হয়, ৯ মার্চ বেলা ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অভিযুক্ত প্রতিষ্ঠান সুলতান’স ডাইনের গুলশান-২ শাখায় সরেজমিন তদন্ত এবং ১৩ মার্চ অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষে জিএম, এজিএম এবং ওই শাখার ম্যানেজার শুনানিতে উপস্থিত হয়ে মৌখিক ও লিখিত বক্তব্য দিয়েছেন।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ