হোম > সারা দেশ > রাজবাড়ী

হত্যা মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তার মাথা ফাটালেন ক্ষুব্ধ জনতা

রাজবাড়ী প্রতিনিধি

হামলার শিকার পুলিশ কর্মকর্তা। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীতে হত্যা মামলার তদন্তে গিয়ে জনরোষে পড়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ সময় স্থানীয়দের মারধরের শিকার হন তিনি। আজ রোববার বিকেলে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুরে এ ঘটনা ঘটে।

পরে আহত পুলিশের উপপরিদর্শককে (এসআই) উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই এসআইয়ের নাম সাব্বির হোসেন। তিনি রাজবাড়ী থানায় কর্মরত।

স্থানীয় লোকজন জানায়, চোর সন্দেহে গত শুক্রবার সন্ধ্যায় সালিসের কথা বলে রাজাপুর গ্রামের রুপল শেখ নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে ওই এলাকার সামসুদ্দিন বিশ্বাসের লোকজন। আজ বিকেলে রুপলের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করে পরিবারের লোকজন ও এলাকাবাসী। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি অভিযুক্ত সামসুদ্দিন বিশ্বাসের বাড়ির সামনে গেলে সাদা পোশাকে থাকা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী থানার এসআই সাব্বির হোসেনের সঙ্গে বিক্ষোভকারীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায় উত্তেজিত জনতা ওই এসআইয়ের ওপর হামলা চালায়। সেই সঙ্গে সামসুদ্দিন বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। সেই সঙ্গে আহত এসআইকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা