হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের তালবাগ এলাকায় পুলিশ কর্মকর্তার স্ত্রীর হাতে বেধড়ক মারধরের শিকার হয়েছেন স্বপ্না নামের এক গৃহকর্মী। আজ শুক্রবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগী ওই গৃহকর্মী পুলিশ পত্নীর বিরুদ্ধে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। 

এর আগে আজ শুক্রবার সকালে পুলিশের এস আই শাহেদ ও স্ত্রী সুইটি বেগমের ভাড়া বাসা থেকে পালিয়ে পার্শ্ববর্তী গাড়ির গ্যারেজে আশ্রয় নেন ভুক্তভোগী ওই গৃহকর্মী। ঘটনার পর থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রী সুইটি পলাতক রয়েছেন। 

জানা গেছে, সুইটির স্বামী এস আই শাহেদ সিলেটে কর্মরত রয়েছেন। এর আগে সাভার মডেল থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন তিনি। 

ভুক্তভোগী ওই গৃহকর্মী স্বপ্না আক্তার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চরবক্সুর গ্রামের মৃত ছব্দুল মিয়ার মেয়ে। অভাবের তাড়নায় দেড় বছর আগে অভিযুক্তের বাসায় কাজ শুরু করেন তিনি। 

স্বপ্না জানান, বৃহস্পতিবার সকালে ডিম ভুনা করতে দেরি হওয়ায় রুটি বানানোর কাঠের বেলনা দিয়ে আঘাত করে হাত ভেঙে দেয় পুলিশ সদস্য শাহেদের স্ত্রী সুইটি বেগম। পরে কাপড় কাচতে বললে ভাঙা হাত নিয়ে পারবে না জানালে ফের কাঠের বেলনা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। মারধরের একপর্যায়ে চোখের ওপরে ও মাথা ফেটে যায়। এ সময় চিৎকার করলে ফ্রিজে থাকা দুধের জমাট বোতল দিয়ে সারা শরীরে পিটিয়ে জখম করা হয় স্বপ্নাকে। মারধরের পর আহত স্বপ্নাকে কোনো ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়নি। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেন সুইটি বেগম। এ ঘটনার পর একটি রুমে আটকে রাখা হয় স্বপ্নাকে। সাভারে পরিবারের অন্য কোনো সদস্য না থাকায় শুক্রবার সকালে সুযোগ পেয়ে ওই বাসা থেকে পালিয়ে কলোনি এলাকার একটি মোটর গ্যারেজে আশ্রয় নেন স্বপ্না। 

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল ইসলাম বলেন, ‘নির্যাতনের শিকার স্বপ্না নামের একজন সাভার লিখিত অভিযোগ দিয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত গৃহকর্ত্রীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’      

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ