হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বেইলি ব্রিজ ভেঙে নদীতে, ফেরি চলাচল বন্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের নবীগঞ্জ ফেরিঘাটের হাজীগঞ্জ প্রান্তে বেইলি ব্রিজ ভেঙে পড়ায় বন্দরের সঙ্গে শহরের যান চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিমেন্টবোঝাই একটি ট্রাক বন্দর থেকে শহরে প্রবেশকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই ব্রিজ মেরামতে কাজ শুরু করেছে ফেরি ইজারাদার কর্তৃপক্ষ।

ফেরি কর্তৃপক্ষ জানান, মালবাহী ট্রাকটির অতিরিক্ত ওজন থাকায় ব্রিজটি ভেঙে পড়েছে। ঘটনার পর পরই সেতু বিভাগকে বিষয়টি অবগত করা হয়। তবে ব্রিজটি ভেঙে পড়েছে নাকি সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তা এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী চা দোকানি জয়নাল আবেদীন বলেন, আজ দুপুরে সিমেন্টবোঝাই ট্রাকটি ফেরি থেকে ঘাটে উঠছিল। এ সময় বিকট শব্দে ব্রিজটি ভেঙে পড়ে। এতে ট্রাকটির অর্ধেক অংশ শীতলক্ষ্যা নদীতে ডুবে যায়। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকটি সবার শেষে নামছিল। যদি প্রথমেই ফেরি থেকে ট্রাক নামত তাহলে হতাহতের ঘটনা ঘটতে পারত। এ ঘটনার পর থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ফেরি ইজারাদার কর্তৃপক্ষ জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। প্রথমে ট্রাক থেকে সিমেন্টের বস্তা আনলোড করা হবে। পরে ট্রাকটি ক্রেন দিয়ে উপড়ে তোলা হবে। এরপর ব্রিজের অবস্থা যথাযথভাবে যাচাইবাছাই করে ফেরি চলাচলের সময় নির্ধারণ করা যাবে।

ফেরির দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সাইফুল হোসেন রিয়েল আজকের পত্রিকাকে বলেন, ব্রিজটি ভেঙে গেছে নাকি সরে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ট্রাক অপসারণের পরে সেটি বলা যাবে। আজকে আর ফেরি চলাচল করা সম্ভব নয়। যদি ব্রিজ ভেঙে না যায় তাহলে আগামীকাল শুক্রবার সকালেই ফেরি চলাচল শুরু করা যাবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু