সাভারের হেমায়েতপুরে যাত্রীবাহী দূরপাল্লার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাসে ধাক্কা দিলে পড়ে গিয়ে সবুজ মিয়া (২৭) নামে এক চালকের সহকারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর দক্ষিণ পাড়ার সাহেব আলীর ছেলে।
সাভার হাইওয়ে থানা–পুলিশ জানায়, ঢাকাগামী এসআই পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি লোকাল বাসের পেছনে ধাক্কা দেয়। এতে এসআই পরিবহনের গেটে দাঁড়িয়ে থাকা বাসের সহকারী সবুজ সড়কে ছিটকে পড়ে যান। পরে মারাত্মক আহত অবস্থায় তাঁকে পাশের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই এসআই পরিবহনের চালক বাস রেখে পালিয়ে যায়। বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।