হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে বাস উল্টে পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানীতে বাস উল্টে রঞ্জু শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া। 

নুরে আজম মিয়া বলেন, ভোরে রঞ্জু বনানীর ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেখান থেকে বাসে গাবতলী হয়ে গ্রামের বাড়ি রাজবাড়ী যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বনানীতে ইমাম পরিবহনের একটি বাস রাস্তায় উল্টে তাঁর ওপর পড়লে তিনি নিহত হন। ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে খোঁজা হচ্ছে। 

ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ ব্রেক করার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের পাশে উল্টে পড়ে যায়। এ সময় ফুটপাত দিয়ে হাঁটতে থাকা রঞ্জু শেখ বাসের নিচে চাপা পড়েন। 

রঞ্জু শেখ বনানীতে একটি নির্মাণাধীন ভবনে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি রাজবাড়ীতে। 

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ