হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উত্তরা ৪ নম্বর সেক্টরের জসিম উদ্দিনের হলি ল্যাবের গলিতে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির নেতা-কর্মীরা বিএনএস সেন্টারের সামনে তাঁদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যান। তাঁরা বিভিন্ন গলিতে হঠাৎ জড়ো হয়ে বিক্ষোভ মিছিলের চেষ্টা করেন। সেখান থেকে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়।  

হলি ল্যাব গলির স্থানীয় দোকানদার মো. নাসির উদ্দিন ও মো. রোকন আজকের পত্রিকাকে বলেন, এই গলিতে লোকজনের ভিড় দেখেই আমরা দোকানপাট বন্ধ করে দিয়েছি। পরে এসে শুনতে পেরেছি পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা টহল ডিউটি করছিলাম। হলি ল্যাব গলিতে আসামাত্রই বিএনপির নেতা-কর্মীরা আমাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করেছে। পরে তারা ককটেল ফাটিয়ে ধোঁয়ায় অন্ধকার করে ফেলে। এরপর অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এক প্রশ্নের জবাবে এসআই আল আমিন বলেন, ‘আমি সামনে থেকে ২০-৩০ জন বিএনপি নেতা-কর্মীকে দেখেছি। কিন্তু চারপাশে আরও নেতা-কর্মী ছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আমাদের পুলিশের টহল গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাউকে আটক করা সম্ভব হয়নি।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ