হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমায় অংশ নিতে এসে মুসল্লির মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর তুরাগ তীরে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে এসে ইউনুস মিয়া (৬০) নামে এক মুসল্লি মারা গেছেন। আজ বুধবার বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।

ইউনুছ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানার অরুয়াইল ইউনিয়নের ধামাউরা গ্রামের মৃত বুদু মিয়ার ছেলে।

মজিবুর রহমান নামে তাঁর সঙ্গে থাকা এক মুসল্লি বলেন, ‘আমরা বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৩ জনের একটি জামাত নিয়ে টঙ্গীর ইজতেমা ময়দানের উদ্দেশে রওনা হই। দুপুরের দিকে টঙ্গী পৌঁছালে ইউনুস অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লুনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগে ওই মুসল্লির মৃত্যু হয়েছে। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

বিশ্ব ইজতেমার (যোবায়েরপন্থী) আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত্যুর বিষয়টি আমাদের জানানো হয়নি। ইজতেমায় অংশ নিতে এসে কোনো মুসল্লির মৃত্যু হলে ময়দানে গোসল ও জানাজার ব্যবস্থা রয়েছে।’

আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু