হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমায় অংশ নিতে এসে মুসল্লির মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর তুরাগ তীরে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে এসে ইউনুস মিয়া (৬০) নামে এক মুসল্লি মারা গেছেন। আজ বুধবার বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।

ইউনুছ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানার অরুয়াইল ইউনিয়নের ধামাউরা গ্রামের মৃত বুদু মিয়ার ছেলে।

মজিবুর রহমান নামে তাঁর সঙ্গে থাকা এক মুসল্লি বলেন, ‘আমরা বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৩ জনের একটি জামাত নিয়ে টঙ্গীর ইজতেমা ময়দানের উদ্দেশে রওনা হই। দুপুরের দিকে টঙ্গী পৌঁছালে ইউনুস অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লুনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগে ওই মুসল্লির মৃত্যু হয়েছে। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

বিশ্ব ইজতেমার (যোবায়েরপন্থী) আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত্যুর বিষয়টি আমাদের জানানো হয়নি। ইজতেমায় অংশ নিতে এসে কোনো মুসল্লির মৃত্যু হলে ময়দানে গোসল ও জানাজার ব্যবস্থা রয়েছে।’

আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে।

প্রতিপক্ষ পেছন দিক থেকে আঘাত করার অপচেষ্টা করছে: রিজওয়ানা হাসান

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কুমিল্লায় আটক

হাদিকে হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমনপীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর