হোম > সারা দেশ > ঢাকা

ভাগাড় থেকে তুলে রবীন্দ্রনাথের ভাস্কর্য আবার বসালেন ঢাবি শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি

রবীন্দ্রনাথের ভাস্কর্য সোহরাওয়ার্দী উদ্যানের ময়লার ভাগাড় থেকে তুলে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বসালেন শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেলে রবীন্দ্রনাথের ‘মাথা ভাঙা’ অবস্থায় আবার ভাস্কর্যটি বসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এর আগে রাজু ভাস্কর্যের দক্ষিণ পাশে থেকে রবীন্দ্রনাথের ভাস্কর্য সরিয়ে ময়লার ভাগাড়ে ফেলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুখে স্কসটেপ ও পেরেকবিদ্ধ গীতাঞ্জলি হাতে সেন্সরশিপের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এটি করা হয়। সাড়ে ১৯ ফুটের রবীন্দ্রনাথের এই ভাস্কর্য তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল শিক্ষার্থী। 

এ বিষয়ে ভাস্কর্য তৈরি ও স্থাপনের কাজে সংশ্লিষ্ট এবং ছাত্র ইউনিয়নের একাংশের ঢাবি সংসদের সভাপতি শিমুল কুম্ভকার বলেন, ‘পৃথিবীর কোথাও প্রতিবাদের জন্য অনুমতি লাগে না। আমরা মতপ্রকাশে যে বাধা, তার প্রতিবাদ হিসেবে এটি স্থাপন করেছি। প্রক্টর স্যার নিজেকে চতুর মানুষ মনে করলেও তিনি ছাত্র ইউনিয়নকে অফিশিয়ালি কোনো কিছু জিজ্ঞেস করেননি। আমি (শিমুল) ভাস্কর্য তৈরির কাজে জড়িত, সেটি তিনি (প্রক্টর) নিশ্চয়ই জানতেন। কিন্তু তিনি একবারের জন্য ফোন না দিয়ে সরিয়ে ফেলেন। রবীন্দ্রনাথের ভাস্কর্য থাকবে। প্রতিবাদের জন্য রবীন্দ্রনাথের এই ভাস্কর্য বইমেলা যত দিন চলবে, তত দিন দাঁড়িয়ে থাকবে।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভাস্কর্যটি অক্ষত অবস্থায় সরিয়েছি। কোনো দাবিদার পাইনি—তাই সরিয়েছি। এখন শিক্ষার্থীরা আবার বসিয়েছে, বিষয়টি সুন্দর নয়। তাদের শুভবুদ্ধির উদয় হোক। আশা করি, তারা সরিয়ে ফেলবে। যদি বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা-বহির্ভূত কোনো কাজ কেউ করে, তাহলে আমরা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) বসে থাকব না।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট