হোম > সারা দেশ > ঢাকা

পরীমণির জ্বর, শ্লীলতাহানির মামলায় সাক্ষ্য দিতে আদালতে যাননি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্লীলতাহানি ও মারধরের মামলায় সাক্ষ্য দিতে আদালতে যাননি চিত্রনায়িকা পরীমণি। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-৯-এ পরীমণির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। পরীমণি না আসায় বিচারক শাহিনা হক সিদ্দিকা আগামী বছর ১৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন। 

আদালতে পরীমণির পক্ষে তাঁর আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, পরীমণি জ্বরে আক্রান্ত থাকায় ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন। পরীমণির আইনজীবী নীলঞ্জনা সুরভী রিফাত আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।

গত ২৪ জুলাই পরীমণি আংশিক জবানবন্দি দেন। সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে পরীমণি  আদালতকে বলেন, ‘আমি ঘটনার কিছু বিষয় প্রকাশ্যে বলতে চাচ্ছি না।’ তখন বিচারক প্রশ্ন করেন, ‘আপনি কি ক্যামেরা ট্রায়াল করতে চান?’

এরপর পরীমণির আইনজীবী ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে বলেন, ক্যামেরা ট্রায়ালে এ মামলার বিচার হবে। এর আগে ২০২২ সালের ২৯ নভেম্বর পরীমণি আংশিক সাক্ষ্য দেন।

গত বছর ১৮ মে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে একই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগ পত্র দেওয়া হয়।

২০২১ সালের ১৪ জুন রিয়েল উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ও জাতীয় পার্টির নেতা নাসির ইউ মাহমুদ, তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমসহ আরও চারজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় এজাহারে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ