হোম > সারা দেশ > ঢাকা

'মা' ইলিশ সংরক্ষণে কোস্টগার্ডের সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

'মা' ইলিশ সংরক্ষণে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্টগার্ড। আজ সোমবার মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের সোয়ারি ঘাট এলাকায় জেলা ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। 

একই সঙ্গে ভেদরগঞ্জ, সোনারগাঁও, গজারিয়া, মেঘনা নদী ও ভোলা জেলার ইলিশা ঘাট এলাকার জেলে ও মাছ ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ পোস্টারিং মাইকিং করা হয়। এ ছাড়া চট্টগ্রামের মীরসরাই, আনোয়ারা, সন্দ্বীপ, রায়পুর ও কমলনগর, খুলনা জেলার দাকোপ ও রূপসা এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ ও শরণখোলা এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীদেরও সচেতন করা হয়।

মা ইলিশ সংরক্ষণে এবারের স্লোগান ‘মা ইলিশকে ২২ দিন, ডিম ছাড়ার সুয়োগ দিন’। ইলিশ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করুন। 

আজ সোমবার থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন প্রধান প্রজনন মৌসুমে নদীতে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ের মধ্যে সারা দেশে ইলিশ মাছের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং কেনা বেচা নিষিদ্ধ থাকবে। 

কোস্টগার্ড পাগলা স্টেশন কমান্ডার লে. আশমাদুল ইসলাম জানান, সারা দেশে ইংলিশ সংরক্ষণের ঘোষিত এই সময়ে কোস্টগার্ডের নিয়ন্ত্রণাধীন উপকূলীয় ও নদী এলাকায় ইলিশের অভয়াশ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় টহল অব্যাহত থাকবে। 

আশমাদুল ইসলাম বলেন, সারা দেশে কোস্টগার্ডের নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে। দিন-রাত টহল অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে যদি কেউ আইন ভঙ্গ করে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ