হোম > সারা দেশ > গাজীপুর

অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা, গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে এক চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারী (৬০) গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান পিপিএম। 

এর আগে গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার পরে পুলিশ। 

নিহত দেলোয়ার হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট এলাকার বাসিন্দা। তিনি পেশাদার ছিনতাইকারী ও চোর। তাঁর বিরুদ্ধে গাজীপুর জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। 

অটোরিকশা চালক নয়ন (৫০) উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের বাসিন্দা। 

ওসি জানান, শনিবার বিকেলে যাত্রীবেশে ছিনতাইকারী দেলোয়ার তাঁর এক সহযোগীকে নিয়ে পানজোরা থেকে নয়নের ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। একপর্যায়ে তাঁরা অটোরিকশা চালক নয়নকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করেন। পরে কালীগঞ্জ-টঙ্গী সড়কের দড়িপাড়া এলাকায় সড়কের পাশে তাঁকে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় দেলোয়ারকে আটক করতে পারলেও তাঁর অপর সহযোগী কৌশলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর খবর পেয়ে নয়নের এলাকার লোকজন দড়িপাড়া এলাকায় যায়। ওই সময় উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে দেলোয়ারকে পিটুনি দিয়ে পানজোড়া এলাকায় নিয়ে যায়। একপর্যায়ে আহত দেলোয়ার অচেতন হয়ে পড়লে তাঁকে পানজোরা এলাকায় সড়কের পাশে ফেলে চলে যায়। 
 
ওসি আরও জানান, খবর পেয়ে কালীগঞ্জ পুলিশ গতকাল শনিবার রাত ৮টার দিকে দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। 

দেলোয়ার হোসেনের নামে গাজীপুর জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. ফায়েজুর রহমান।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট