হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের ভেতরে অবস্থিতি হাইসিকিউরিটি কারাগারে বন্দী ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে বুকে ব্যথা অনুভব করার পর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

মৃত ব্যক্তির নাম সুমন ঢালী (৪৪)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী শেরদাবাদ গ্রামের কাদির ঢালীর ছেলে। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন। 

সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা আরও জানান, সুমন ঢালী হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। আগেও তাঁকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল। গত শুক্রবার রাত ১০টার দিকে সুমন ঢালী হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ১০টার ১৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার রাতেই স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানান জেল সুপার। আজ শনিবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক