হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগরে ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনীয় ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা। পরে কয়েকটি সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দুইটি প্রশাসনিক ভবন থাকার পরেও চলমান অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে আরও একটি প্রশাসনিক ভবন নির্মাণ করার পাঁয়তারা করছে প্রশাসন। অথচ সেটা না করে অর্ধনির্মিত দ্বিতীয় প্রশাসনিক ভবনটি পূর্ণাঙ্গ করা যায়।’

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মী সোহাগী সামিয়া বলেন, ‘ডাইনিং-ক্যানটিনের খাবারে পুষ্টি নেই, খাবারের মান বাড়াতে প্রশাসন ভর্তুকি দেয় না, অথচ অপ্রয়োজনীয় ভবন করতে তাঁরা উদ্‌গ্রীব। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ নেই, আবাসন নেই। এখনো শিক্ষার্থীদের গণ রুমে কাটাতে হয় সেদিকে প্রশাসন নজর দিতে চান না। তাঁরা অপরিকল্পিত উন্নয়ন করেই চলেছে। কারণ অপরিকল্পিত উন্নয়নে লুটপাটের সুযোগ পান।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি বলেন, ‘দেশের ব্যয় সংকোচনের জন্য প্রধানমন্ত্রী অতিরিক্ত খরচ করতে নিষেধ করেছেন। আর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রধানমন্ত্রীকেই আদর্শ মানেন। কিন্তু লুটপাটের বেলায় তাঁদের কোন আদর্শ থাকে না।’

ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, ‘প্রশাসন থেকে বলা হয়েছিল জাহাঙ্গীরনগর একটি মডেল বিশ্ববিদ্যালয় হবে। সেই মডেল বিশ্ববিদ্যালয় যদি হয় অপরিকল্পিত, তাহলে দেশের শিক্ষাব্যবস্থার হাল কেমন তা বলার অপেক্ষা রাখে না।

তিনি আরও বলেন, ‘দ্বিতীয় প্রশাসনিক ভবন পূর্ণাঙ্গ করতে ৪০ কোটি টাকা ব্যয় হবে। প্রশাসন সেটা না করে নতুন করে তৃতীয় প্রশাসনিক ভবন করতে চায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে। এই অতিরিক্ত ৯৭ কোটি টাকা ভবন নির্মাণে ব্যয় না করে যদি গবেষণা খাতে যোগ হয় তাহলে এটি আসলেই মডেল বিশ্ববিদ্যালয়ে রূপ নিত।’ তিনি তৃতীয় প্রশাসনিক ভবন নির্মাণ করতে চাইলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস