হোম > সারা দেশ > ঢাকা

সরকারি ভবন ও হাসপাতালে মশার লার্ভা: দুই সিটিতে জরিমানা ৩০ লাখের বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধনে ঢাকার দুই সিটিতে চলছে মশক নিধন অভিযান। আজ সোমবার মশক নিধন অভিযানের মশার লার্ভা পাওয়া যাওয়ায় দুই সিটির বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ৩০ লাখ টাকার বেশি জরিমানা আদায় করেছে। 

যার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় জরিমানা আদায় করা হয়েছে ২৮ লাখ ৪০ হাজার টাকা। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় জরিমানা আদায় করা হয়েছে দুই লাখ ১৩ হাজার টাকা। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে কারওয়ান বাজার এলাকায় চারটি সরকারি ভবনসহ পাঁচটি ভবন কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা করে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অন্য এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযানে আরও তিন লাখ ৪০ হাজার জরিমানা করা হয়েছে। ডিএনসিসির ডেঙ্গু বিরোধী অভিযান শুরু হয় সকাল ১১টায়। কারওয়ান বাজারের একুশে টিভি ভবনের (জাহাঙ্গীর টাওয়ার) আন্ডারগ্রাউন্ডে গাড়ির গ্যারেজে জমে থাকা পানিতে মশার লার্ভা দেখতে পান মেয়র আতিকুল ইসলাম। 

এ সময় ভবন কর্তৃপক্ষ অফিস রুম তালা দিয়ে অন্যত্র চলে যায়। সেখানে মেয়রের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ। সেই তালাবদ্ধ কক্ষের ওপর নতুন করে আরেকটি তালা লাগিয়ে দেওয়া হয় এবং ভবন  কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এরপরে পাশের পেট্রো বাংলা ভবনের বেসমেন্ট পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে নির্মাণাধীন ড্রেনে এডিস মশারলার্ভা পাওয়ায় পেট্রো বাংলাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে যমুনা অয়েল ভবন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবন ও বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) ভবনের গ্রাউন্ড ফ্লোরে মশার লার্ভা পাওয়ায় ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। এ সময় প্রথম আলো ও ঢাকা ওয়াসা ভবন পরিদর্শন করে মশার কোনো লার্ভা পাওয়া যায়নি। 

অভিযান শেষে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, সরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হতাশার। আমাদের মন্ত্রণালয়ে মিটিং হয়। তখন আমরা সবাই কিন্তু বলেছি নিজ নিজ প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। দায়িত্ব পালন করবো। সবাই মুখে বলে কিন্তু বাস্তবে কেউ দায়িত্ব পালন করছে না। 

ভবনে মশার লার্ভা পাওয়ায় বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, ‘আমাদের বেসমেন্টের নিচে ড্রেনের কাজ করা হচ্ছে। আমরা অনেক সতর্ক ছিলাম। যদি কাজ করা অবস্থায় এখানে মশার লার্ভা পাওয়া যায়, তাহলে তা ঠিকাদারের দোষ। তাই আমরা এই বিষয়টা চিহ্নিত করে আসল দোষ কার, তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।’ 

অন্যদিকে এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধানমন্ডি আই হাসপাতাল ও কনকর্ড নির্মাণাধীন ভবনসহ মোট ২৩টি স্থাপনাকে জরিমানা করা হয়েছে। ডিএসসিসির ৮ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সময় মোট ২৩ মামলায় ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। ডেঙ্গু বিরোধী এই অভিযান পরিচালনা করা হয় ডিএসসিসির ধানমন্ডি, গোপীবাগ, জিগাতলা, বংশাল, মানিকনগর, স্বামীবাগ, মান্ডা, নতুন পাড়া, ডেমরা, রসুলপুর, কুতুবখালী, ধনিয়া ও যাত্রাবাড়ী এলাকায়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন