হোম > সারা দেশ > গাজীপুর

ট্রেনের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় আকলিমা খাতুন (৩২) নামে বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আকলিমা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ভায়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় সেবা নামের একটি বেসরকারি সংস্থায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিল এ ঘটনার কথা স্থানীয় আড়িখোলা রেলওয়ে স্টেশনের ইনচার্জকে অবহিত করা হয়েছে।

এনজিও সেবার ব্রাঞ্চ ম্যানেজার মাসুদুল হক বলেন, ‘আকলিমা গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকা তুলতে ঘোড়াশাল থেকে কালীগঞ্জের মূলগাঁও এলাকায় যান। টাকা তুলে অফিসে ফেরার পথে ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে পড়ে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লুবনা খানম বলেন, আকলিমার মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে আড়িখোলা রেলস্টেশনের স্টেশন ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, ‘আমি কালীগঞ্জ থানা-পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ নরসিংদী ফাঁড়ি ইনচার্জকে জানানো হবে। তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।’

এ ঘটনায় রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমাইদুল জিহাদী জানান, এ ব্যাপারে এখনো কোনো তথ্য পায়নি। তবে তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ